আখেরি মোনাজাতের আগে মুসল্লির মৃত্যু

আরো পড়ুন

আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় মোনাজাতের আগে ৭১ বছর বয়সী এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আট মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (১৫ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ইজতেমা ময়দানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত মো. আনিস ঢাকা বংশালের ১১২ কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মৃত্যুঞ্জয় আচার্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টা হাসপাতালে ৮৩০ জন এবং ছয়টি ক্যাম্পের মাধ্যমে পাঁচ হাজার ৯৬২ জন অসুস্থ মুসল্লিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ২১ জন মুসল্লি ভর্তি এবং ১১ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, প্রথম পর্বের ন্যায় ইজতেমার দ্বিতীয় পর্বের মসুল্লিদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে।

চার দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ বছরের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ