চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আরো পড়ুন

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুরগীহাটা সংলগ্ন আরমান এন্টারপ্রাইজ ও আর আর পি এগ্রো ফার্মাস প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

লাইসেন্স ছাড়ায় মৎস্য ও পশু খাদ্য দ্রব্য ও ওষুধ বিক্রির অভিযোগে এ অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোতে মৎস্য ও পশুপাখির খাবার, অপরিচ্ছন্নভাবে ডিম ও মাংস বিক্রি ও গবাদী পশুর এ্যন্টিবায়টিকসহ বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী পাওয়া যায়। মেয়াদউত্তীর্ণ দ্রব্য সামগ্রী সংরক্ষণের অভিযোগে মৎস্য খাদ্য আইন ২০১০ এর ৪ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়রুল করিম, উপসহকারী কর্মকর্তা শহর আলী ও থানার উপ-পুলিশ পরিদর্শক বিপ্লব সরকার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, লাইসেন্স ছাড়ায় মৎস্য ও পশুপাখির খাদ্য ও ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এ ধরণের খাদ্য দ্রব্য সংরক্ষণ ও বিক্রয় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ