নরসিংদীতে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, মা আহত

আরো পড়ুন

নরসিংদীর বেলাবতে ছেলের লাঠির আঘাতে বাবা অছিম উদ্দিন (৮২) নিহত ও মা রহিমা বেগম আহত হয়েছেন।

রবিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে ঘাতক ছেলে আলফেজকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী বলেন, ‘দীর্ঘ দিন ধরে আলফেজ মানসিকভাবে অসুস্থ। গতকাল রাতে স্বামী ও ছেলেকে নিয়ে খেতে বসি। এসময় পোলাও মজা হয়নি, এমন কথা বলে আলফেজ প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর শুরু করে। ওর বাবা এ ঘটনার প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে আলফেজ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

বেলাব থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় নিহতের মেয়ে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে আলফেজকে গ্রেফতার করা হয়।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ