ধামরাইয়ে দগ্ধ পাঁচজনের মধ্যে মারা গেল ১৮ মাসের শিশু মরিয়ম

আরো পড়ুন

ঢাকার ধামরাই উপজেলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য। পরে দগ্ধদের মধ্যে মরিয়ম নামে দেড় বছরের শিশুটি মারা গেছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মরিয়মের মৃত্যু হয়। আজ রবিবার (৮ জানুয়ারি) এ তথ্যটি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

এর আগে, গতকাল শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, শিশুটির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দগ্ধরা হলেন শিশুটির বাবা গার্মেন্টসকর্মী মনজুরুল (৩২), মা জোসনা (২৫), খালা হোসনা (৩০) এবং আরেক খালার মেয়ে সাদিয়া (১৮)। ভর্তি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ