বিশ্বে একদিনে করোনাভাইরাসে ৯০১ জনের মৃত্যু, জাপানেই ৪৬৩

আরো পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৯০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেবল জাপানেই মারা গেছেন ৪৬৩ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। এরমধ্যে জাপানে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন। এছাড়া বিশ্বে একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৮৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ১২ হাজার ৮৪০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৯৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৯৬ জন।

রবিবার (৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩০ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৬০ জন, রাশিয়ায় ৪৯ জন, তাইওয়ানে ৬১ জন, চিলিতে ৩০ জন এবং হংকংয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ