যশোরে দুই শতাধিক পথচারীকে কম্বল দিলেন আনোয়ার হোসেন বিপুল

আরো পড়ুন

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক অসহায় পথচারীর মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

বুধবার (৪ জানুয়ারি) রাতে তিনি কম্বল করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় আনোয়ার হোসেন বিপুল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের কর্মসূচি শুরু করেছেন।

প্রথমে যশোর রেলস্টেশন থেকে তিনি কম্বল পথচারীদের মধ্যে কম্বল বিতরণ করেন। তারপর দড়াটানা, চারখাম্বা, চৌরাস্তা, আরএন রোড়, মণিহারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অসহায় পথচারীদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যশোর শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহেবুব রহমান ম্যানসেল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ুন কবির মামুন ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ