নরসিংদীতে বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার

আরো পড়ুন

নরসিংদীর মনোহরদীতে একটি বিল থেকে বস্তাভর্তি অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নালী বিলে প্লাস্টিকের বস্তাভর্তি মানুষের কঙ্কাল দেখেন এলাকাবাসী। পরে সেখান থেকে স্থানীয়রা কঙ্কালটি উদ্ধার করে মনোহরদী থানায় অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ওই কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। এটি নারী না পুরুষের কঙ্কাল তা বলা যাচ্ছে না। কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া। ধারণা করা হচ্ছে, মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহৃত কঙ্কাল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ