ফরিদপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

আরো পড়ুন

ফরিদপুরের মধুখালীতে জিহাদ হোসেন জয় (১৬) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জিহাদ হোসেন জয় উপজেলার রায়পুর ইউনিয়নের মধ্যদিঘলিয়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ হোসেন জয় মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। আজ বুধবার সকালে মুরারদিয়া গ্রামের মুরারদিয়া-কাদিরদি সড়কের পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, সকালে লোক মারফত সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ