রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আরো পড়ুন

মানিকগঞ্জে চাঞ্চল্যকর নবু প্রামাণিক হত্যা মামলার পলাতক আসামি মজিবর রহমানকে (৬০) যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ২৪ বছর পালিয়ে থাকার পর ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, মজিবর ও নিহত নবু প্রামাণিক একই গ্রামে বসবাস করতেন। ১৯৯৮ সালের ১৬ নভেম্বর বিকালে ফুটবল খেলা কেন্দ্র করে মজিবরের চাচাতো শ্যালক বরকতের সঙ্গে নবু প্রামাণিকের ছেলে বাদশার বিরোধ বাধে। এরই জের ধরে মজিববের স্ত্রী জুলেখা ও নবু প্রামাণিকের স্ত্রী নুর নাহারের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় নবু প্রামাণিক তাদেরকে থামানো চেষ্টা করে। মজিবর তার কয়েকজন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে নবুর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা নবুকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নবুর স্ত্রী নুর নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে ওই দিনই সদর থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই মজিবর আত্মগোপনে চলে যায়। গ্রেফতার অপর ছয় আসামি ১৯৯৯ সালে ৩ মাস কারাভোগ শেষে জামিনে বের হয়। বের হয়ে আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এজাহারনামীয় আসামি মজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। অপর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের চার্জশীট থেকে অব্যাহতি প্রদান করেন। পর আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে মজিবরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন আরো জানান, আসামি মজিবরকে মানিকগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ