নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

আরো পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালনকালীন নিজের অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ১৭, ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত ল্যান্স নায়েক পারভেজ আলম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, রাত সাড়ে ৪ টার দিকে ১৭, ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় নিজের বুকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হুদা মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানা গেছে।

এবিষয়ে জানতে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ