দেশে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০৮ জন

আরো পড়ুন

সারাদেশে ২০২২ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে (এইডস) আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এরমধ্যে ২০২২ সালেই এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সচেতনতামূলক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।

এপর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে ১ হাজর ৮২০ জনের। ২০২২ সালেই এইডসে মৃত্যু হয়েছে ২৩২ জনের।

বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস রাজশাহীতে এইচআইভি-এইডস বিষয়ক এ সচেতনতামূলক সভার আয়োজন করে। সভায় এইডস/এইচটিডি প্রোগ্রাম (এএসপি) ও ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ভয়াবহ এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সায়েদ মোহাম্মদ ফারুক বলেন, এইচআইভি প্রিভেনশন প্রকল্পটিতে সরকার সবার সহযোগিতা নিয়েই কাজ করছে। তবে লোকলজ্জার ভয়ে এখনও অনেক এইচআইভি রোগী প্রকাশ্যে আসছে না বা পরীক্ষা করাচ্ছে না। তাই এইচআইভি আক্রান্ত ব্যাক্তিকে ঘৃণা করা যাবে না। তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। তাদের পরীক্ষার আওতায় নিয়ে আসতে হবে। যেন তার মাধ্যমে অন্য কারো মধ্যে এ রোগ বিস্তার লাভ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এজন্য সমন্বিতভাবে সবাইকে নির্দিষ্ট প্লাটফর্মে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন রাজশাহী সিভিল সার্জন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ