ঢাকা ও রংপুরে ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এসকল আন্দোলন ঘিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিল কেন্দ্র করে ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। ঢাকাসহ সারাদেশেই এ সতর্ক পাহারা বসানো হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব, ললিপপ খাব?
সারা দেশে গত ২৪ ডিসেম্বর গণমিছিল করেছে বিএনপি। ৩০ ডিসেম্বর এই কর্মসূচি ঢাকায় পালন করবে দলটি। সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জামায়াত ও এলডিপিও এই কর্মসূচিতে মাঠে থাকবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। আর আওয়ামী লীগ পালন করে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে।
জাগো/আরএইচএম

