নিজস্ব প্রতিবেদক
আগামী শুক্রবার যশোর উপশহর মার্কাজ মসজিদ মাঠে শুরু হবে তিনদিনের জেলা ইজতেমা । ইজতেমা শুরুর লক্ষে মাঠ প্রস্তুত করার কাজ প্রায় সম্পন্ন।
ইজতেমা প্রস্তুতের দায়িত্বে থাকা সাথী সৈয়দ সাফীউল হক জানান, ইজতেমা সফল করার লক্ষে ভারত, অস্টেলিয়া, সৌদিআরব,,ইন্দোনয়েশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ইজতেমা সার্থীরা ইজতেমার মাঠে বিভিন্ন খিত্তায় অবস্থান করবেন।
ইশতেমায় থাকছে ৭টি খিত্তা। খিত্তাগুলো হচ্ছে শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর, অভয়নগর, বাঘারপাড়া ও মণিরামপুর। মনিরামপুর, অভয়নগর, ঝিকরগাছা, শার্শা, চৌগাছা, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলার সাথীরা অবস্থান করবেন।
এছাড়া ২০টি পয়েন্টে সদরের বিভিন্ন এলাকার মুসল্লিরা অবস্থান করবেন। এর মধ্যে ১নম্বর খিত্তায় ও পয়েন্টে মনিরামপুর উপজেলার । ২ নম্বর পয়েন্টে খড়কী , কারবালা, আরএনরোড, খুলনা বাসস্যান্ড, ঝুমঝুমপুর হামিদপুর। ৩ নম্বর পয়েন্টে চাঁচড়া,হৈতবপুর ও চুড়ামনকাটি
ইউনিয়ন। ২ নম্বর খিত্তার ৪ নম্বর পয়েন্টে অবস্থান করবেন অভয়নগর উপজেলার সাথীরা। ৫ নম্বর পয়েন্টে এফব্লক, শেখহাটি মাঠপাড়া ও ঘোপ। ৬ নম্বর পয়েন্টে বসুন্দিয়া ও রামনগর। ৩ নম্বর খিত্তার ৭ নম্বর পয়েন্টে অবস্থান করবেন ঝিকরগাছা উপজেলা। ৮ নম্বর পয়েন্টে ইব্লক, নওয়াপাড়া, বকচর ও নীলগঞ্জ। ৯ নর্ম্বধসঢ়; পয়েন্টে দেয়াড়া ইউনিয়ন। ৪ নম্বর খিত্তার ১০ নম্বর পয়েন্টে শার্শা উপজেলা। ১১ নম্বর পয়েন্টে খোলাডাঙ্গা, গাজীর
বাজারপীর বাড়ী, বারান্দীপাড়া, মোল্যাপাড়া। ১২ নম্বর পয়েন্টে কাশিমপুর ইউনিয়ন। ৫ নম্বর খিত্তার ১৩ নম্বর পয়েন্টে চৌগাছা উপজেলা। ১৪ নম্বর পয়েন্টে শংকরপুর বাসটার্মিনাল, বেজপাড়া, হুসতলা। ১৫ নম্বর পয়েন্টে নওয়াপাড়া ও ইছালী ইউনিয়ন। ৬ নম্বর খিত্তার ১৬ নম্বর পয়েন্টে বাঘারপাড়া উপজেলা। ১৭ নম্বর পয়েন্টে কাজীপাড়া, ঢাকার রোড, চাঁচড়া, রায়পাড়া, রেলস্টেশন। ১৮ নম্বর পয়েন্টে ফতেপুর ও লেবুতলা ইউনিয়ন। ৭ নম্বর খিত্তার ১৯ নম্বর পয়েন্টে কেশবপুর উপজেলার সার্থীরা ও ২০ নম্বর পয়েন্টে নরেন্দ্রপুর, কচুয়া ও আরবপুর ইউনিয়নের সার্থীরা অবস্থান করবেন।
ইজতেমায় আসা মুসল্লিদের জন্য ৩০০ টয়লেট ও ৫০০ প্রসাব খানার প্রস্তুত করা হচ্ছে। সেই সাথে ওযু করার জন্য ৫০০টি ট্যাপ স্থাপণ করা হবে। মাঠে ৬০টি মাইক ও ৫০০ লাইট লাগানো হয়েছে।
জাগো/আরএইচএম

