আওয়ামী লীগের নতুন কমিটির বিষয়ে যা বললেন কাদের!

আরো পড়ুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নতুন কমিটি সম্পর্কে বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নতুন কমিটিতে অভিজ্ঞদেরই বিবেচনা করা হয়েছে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানায় নতুন কমিটি।
এসময় টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এবারো তাঁরা একই পদে রয়েছেন।

দপ্তর, উপদপ্তর এবং কোষাধ্যক্ষ পদে কোনো পরিবর্তন আনা হয়নি। সাংগঠনিক সম্পাদক পদে শুধু একটিই পরিবর্তন। আর ২৮ সদস্যের নির্বাহী সদস্যের কারো নাম ঘোষণা করা হয়নি। দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের পর নির্বাহী সদস্যের পদ পূরণ করা হবে বলে দলীয় প্রধান শেখ হাসিনা জানান।

নতুন কমিটিতে বড় পরিবর্তন বলতে সভাপতিমণ্ডলী থেকে তিনজনের বাদ পড়া। তাঁরা হলেন নুরুল ইসলাম নাহিদ, আবদুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেন। এই তিনজনই বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর তাঁদের দলের সভাপতিমণ্ডলীতে নিয়ে আসা হয়। এর মধ্যে নাহিদ এক মেয়াদে এবং রমেশ চন্দ্র ও মান্নান খান দুই মেয়াদে সভাপতিমণ্ডলীতে ছিলেন। মান্নান খান অবশ্য দীর্ঘদিন অসুস্থ, দলীয় কর্মকাণ্ডে খুব একটা দেখা যায়নি।

সম্পাদকমণ্ডলীর মধ্যে শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ বাদ পড়েছেন। এই দুটি পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ