নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার চরাঞ্জলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম চরাঞ্জলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকার মৃত তাল মিয়ার ছেলে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঝাল মুড়ি বিক্রি করতেন।
স্থানীয়রা জানায়, নূরুল ইসলামরা চার ভাই। সে সবার ছোট। তার তৃতীয় ভাই আহাম্মদ বেলুন বিক্রি করেন। বাড়িতে তিনি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলিয়ে থাকেন। শনিবার সকালে নুরুল ইসলাম ঘুম থেকে উঠে বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন। এসময় হঠাৎ করে ঘরের বাহিরে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হয়।
বিস্ফোরনে ঘরের সিমেন্টের পিলারের কিছু অংশ ছিটকে নূরুল ইসলামের মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্পিডবোটে করে ভৈরব হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, বিস্ফোরণে নিহতের ব্যাপারে আমরা কোনো খবর পাইনি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
জাগো/আরএইচএম

