ভারত সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। কুঁচকির চোটের কারণে তাকে তিন সপ্তাহ বিশ্রামে যেতে হয়েছিল। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে এখনো বাকি রয়েছে আরো এক সপ্তাহ। তবে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল দিয়েই তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।
তিনি বলেছেন, কুঁচকির চোটের কারণে তামিমকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে পাঠানো হয়েছিল। মাত্র দুই সপ্তাহ হয়েছে। সেটা সারাতে আরো এক সপ্তাহ সময় লাগবে। তবে বিপিএল দিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে তিনি খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন।

