বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতি থেকে কি বের হতে চাইলেন অ্যালান ডোনাল্ড? টেস্টের আগে একাদশ যতটা গোপন রাখা যায় সেদিকেই মনোযোগ থাকে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের। আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ঢাকা টেস্ট। ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট না জিতলে সিরিজ হাতছাড়া হবে।
পাঁজরের চোটে ভোগা সাকিব আল হাসান খেললেও বল করবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। সেক্ষত্রে অভিষেক হবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের? এমন প্রশ্নের সঙ্গে ঘুরছিল ঢাকা টেস্টে এক নাকি দুই পেসার, সেসব জল্পনা উড়িয়ে ডোনাল্ড জানালেন, সাকিব বল করার জন্য তৈরি। চোট কাটিয়ে ফিরছেন তাসকিন আহমেদ। চট্টগ্রামের মতো তিন স্পিনার, দুই পেসারে খেলবে ঢাকা টেস্টে।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলাকালীন তার হালকা চোট ছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে নির্বাচনের জন্য উন্মুক্ত এবং বোলিংও করতে পারবে। সে বোলিং করার অবস্থায় আছে।
বোলিং বিভাগের ধারণা দিয়ে বলেন ডোনাল্ড, এখানে কোনো নির্বাচক আছে? (হাসি) আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল এবং তাসকিন ফিরে এসেছে, সঙ্গে খালেদ আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

