লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরো পড়ুন

লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার আজাদনগর-হারুনবাজার সড়কের হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন হারুরবাজার এলাকার শাহাবউদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৫) এবং চর সেকান্দর এলাকার নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)। আলাউদ্দিন ইট ভাটার শ্রমিক এবং আলী আকবর চরপোড়াগাছা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি ও স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘন কুয়াশার মধ্যে কেউ কাউকে দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ