৪০ হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

আরো পড়ুন

কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ও ১৪ বোতল বিয়ার ক্যানসহ নুর আলম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান,কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া সাকিনস্থ টেকনাফ মেরীন ড্রাইভ সড়ক থেকে কক্সবাজারগামী পাঁকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী নুর আলমকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও প্লাস্টিকের বস্তা তল্লাশী করে তার কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা এবং ১৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ