রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের আলুবাজার এলাকায় জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মীদের থেকে জানা যায়, বিকেল ৫টার দিকে পুরান ঢাকার আলুবাজারে জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌঁছায়। পরে আরো চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
জাগো/আরএইচএম

