ঢাকার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে মিল ব্যারাক পুলিশ লাইনের ঘাট বরাবর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানা পুলিশের সাব-ইন্সপেক্টর রেজাউল করিম জানান, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার চেষ্টা চলছে।
তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
জাগো/আরএইচএম

