জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে দলটি।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ তাকে আটক করে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, রাত দেড়টার দিকে উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এবং গাড়ির ড্রাইভারকেও নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। কী অভিযোগে বা কোন মামলায় তাকে তুলে নেয়া হয়েছে, তা-ও জানা যায়নি।

