যশোরের ১ জন সহ ভারতে পাচার হওয়া ৭ যুবক দেশে ফিরেছেন

আরো পড়ুন

ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন।

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ৭ বাংলাদেশি হলেন, যশোরের ইকবাল হোসেনের ছেলে মুন্না খাঁন (২৬), সাতক্ষীরার কবির হোসেনের ছেলে আরিফুর হোসেন (২৩), একই এলাকার সুরোত আলী গাজীর ছেলে আরিফুল (২২), আববাচ্ছতুল্লার ছেলে মোকছেদ আলী (৩০), নরসিংদীর আব্দুল্লাহ আহম্মেদর ছেলে তোফেল আহম্মেদ (২৪), ময়মনসিংহের আব্দুর কাদের মিয়ার ছেলে হুমায়ুন কবির (২৮) ও বরিশালের আব্দুল কাদের হাওলাদারের ছেলে আল-আমিন (২৫)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়। এসময় পাচারকারীরা তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে পাচার হওয়া এই ৭ যুবককে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ভারতে পাচার হওয়া ৭ যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে। পাচার হওয়া এসব যুবককে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ