আধাসামরিক বাসিজ বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটিতে আন্দোলন অব্যাহত থাকা অবস্থায় এই মৃত্যুদণ্ডের খবর পাওয়া গেলো।
মঙ্গলবার ওই রায়ের খবর দেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি।
সেতায়েশি জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি ১১ জনকে দীর্ঘ কারাদণ্ডও দেয়া হয়েছে। দণ্ড পাওয়াদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
গণমাধ্যমটির খবরে জানানো হয়, বাসিজ বাহিনীর ওই সদস্যদের নাম রুহুল্লাহ আজামিয়ান। ৩রা অক্টোবর কারাজ শহরে তাকে হত্যা করা হয়। ২৭ বছর বয়স্ক আজামিয়ান চলমান আন্দোলনকারীদের হাতেই মারা গেছেন বলে জানা গেছে। মাহসা আমিনি নামের এক ২২ বছরের কুর্দি নারী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকেই উত্তাল গোটা ইরান। প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ টানা আন্দোলন করে চলেছে। তারা ইরানের হিজাব আইন পরিবর্তনসহ গোটা শাসন ব্যবস্থার পতনের দাবিও তুলেছেন।
তবে এসব আন্দোলন সব জায়গায় শান্তিপূর্ণ ছিল না।
জাগো/আরএইচএম

