বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অপেক্ষা করুন, খেলা হবে। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। সামনে আজেন্টিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল, মরক্কোর খেলা। ব্রাজিলের খেলাও আছে। এর পর খেলা হবে ভোট চুরি, দুর্নীতি, হাওয়া ভবন, আগুন সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে।’
বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জনসভার মঞ্চে বক্তব্যে তিনি এ সব থেকে বলেন। এর আগে ৩টা ৫২ মিনিটে মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি-জামায়াত সরকারের সময়ের দিক ইঙ্গিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত অসংখ্য মায়ের বুক খালি করেছে। ছেলেহারা মা, স্বামীহারা স্ত্রী ও ভাইহারা বোনের আর্তনাদে বাংলার আকাশ ভারি হয়ে যায়। যারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বুকে এখন খুব জ্বালা। পদ্মাসেতুসহ দেশের উন্নয়নের কারণে তাদের এত জ্বালা।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, সাবধান হয়ে যান। তত্বাবধায়ক সরকার মারা গেছে। বিএনপির কাছ থেকে জনগণকে সাবধান থাকতে হবে।’
শেখ হাসিনাকে পূর্ব পৃথিবীর সূর্য হিসেবে আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা এখন কক্সবাজারে। যিনি আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
এদিকে পর্যটন শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৃষ্টি হয়েছে জনারণ্য। জনসভাস্থলের পাশে বিজয় সরণীর হলিডে মোড় থেকে সৈকতের লাবণী পয়েন্ট পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে।
এদিন দুপুর ১২টার পর কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় জনসভার আনুষ্ঠানিকতা। এর পর কক্সবাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতারা একে একে বক্তব্য রাখেন।
জাগো/আরএইচএম

