জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতি মারা গেছেন।
এই দুইজন হলেন মুজিবুর রহমান (৬০) ও তার ৩ বছর বয়সী নাতি কাউসার মিয়া। তারা উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের বাসিন্দা।
দুইজনের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কান্দারপাড়া গ্রামের মুজিবুর রহমান তার নাতি কাউসার মিয়াকে নিয়ে বাড়ির পাশে ফসলের খেতে যাচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক পাম্পের তারে আটকে তারা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর বলেন, তারা ঘটনাটি শুনেছেন। খুব দুঃখজনক ঘটনা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।

