নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

আরো পড়ুন

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির পাশে পুকুর থেকে এক কলেজছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার ভাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত পারভিন আক্তার বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। সে ওই এলাকার মৃত আহাম্মদ আলীর মেয়ে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, বাড়ির পাশে একটি পুকুরে নিখোঁজ কলেজছাত্রী পারভীন আক্তারের (১৯) লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, গত বৃহস্পতিবার দুপুর থেকে মেয়েটি নিখোঁজ হয়। কিন্তু এ বিষয়ে থানা পুলিশ বা আমাদের কেউ কিছু জানাইনি। মেয়েটি তার ফুফুর বাড়িতে থাকতো। আজ সকালে স্থানয়ীরা একটি পুকুরে লাশ ভাসার খবর দেয় আমাকে। পরে আমি থানা পুলিশকে অবহিত করি। পুলিশি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ