স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

আরো পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙায় কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে শুরু হয়েছে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি। যা আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। আজ সকাল থেকে শুরু হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ধোয়া-মোছাসহ সৌন্দর্য বর্ধনের কার্যক্রম। স্মৃতিসৌধ এলাকায় টাঙানো ব্যানার-ফেস্টুন অপসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রম চলছে। পাশাপাশি নতুন ফুল গাছ ও ঘাস পরিষ্কারের কাজ শুরু করছে মালিরা। সকালে স্মৃতিসৌধ ফটকে দর্শনার্থীর ভিড় দেখা যায়, বন্ধ থাকার বিষয়টি জানা না থাকায় অনেকেই বিপাকে পড়েন।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, আজ থেকে জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বরে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির জন্য প্রায় দেড় শ জন কাজ শুরু করেছে। পাশাপাশি দুটি প্রেশার মেশিন ও পাঁচটি পাম্প চলছে। এ ছাড়াও তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ ও মোটরসাইকেল মহড়ার প্রস্তুতির অনুশীলন শুরু হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ