যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মামুন

আরো পড়ুন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসানকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেফতার হওয়ায় মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। টুকু মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে চার দিন করে রিমান্ডে নেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ