ডিএমপির বিশেষ অভিযানে ৪৭২ গ্রেফতার, বিএনপি বলছে সহস্রাধিক

আরো পড়ুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির চলমান বিশেষ অভিযানে এখনো পর্যন্ত ৪৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪ ডিসেম্বর) বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অনেককেই গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

ফারুক হোসেন বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকেও এসব অভিযানে গ্রেফতার করা হচ্ছে।

এদিকে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও আটকের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট গ্রেফতার ৩০ নভেম্বর রাত থেকে ৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ৭৮৩ (অন্তত পক্ষে) জন। ৩ ডিসেম্বর রাত ৮টা থেকে রবিবার ৪ ডিসেম্বর দুপুর পর্যন্ত ২৪৮ (অন্তত পক্ষে) জন। গত ৩০ নভেম্বর রাত থেকে রবিবার ৪ ডিসেম্বর দুপুর পর্যন্ত (৪ দিনে) ১০৩১ (অন্তত পক্ষে) জনকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ