দেশে ফের বাড়লো রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম বেড়েছে ৪৬ টাকা। সেই হিসাবে এখন ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকার জায়গায় হয়েছে ১ হাজার ২৯৭ টাকা।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রোববার নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান খান, সদস্য মকবুল-ই-ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, নভেম্বর মাসের জন্য প্রতি টনে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) ৬১০ ডলার। ডিসেম্বর মাসে তা বেড়ে ৬৫০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত অনুযায়ী প্রতি টনে গড় সৌদি সিপি ৬৫০ ডলার বিবেচনায় নতুন দর নির্ধারণ করেছে কমিশন।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ৬ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।
তিনি জানান, ১৬টি প্রতিষ্ঠানের এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের দাম ধরা হয়েছে ১০৫ টাকা ২২ পয়সা, যা গত মাসের তুলনায় ১ টাকা ৩ পয়সা কম। গত মাসে ছিল ১০৬ টাকা ২৫ পয়সা।

