স্কুলকক্ষে মিললো ২ ভাইয়ের মরদেহ, বাবা আটক

আরো পড়ুন

দিনাজপুরের বিরলে একটি স্কুলের কক্ষ থেকে উদ্ধার মৃত দুই শিশুর বাবাকে আটক করেছে পুলিশ।

উপজেলার মঙ্গলপুর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় শরিফুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

এসব নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসলাম উদ্দিন।

তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে সুস্থ অবস্থায় আটক করা হয়।

শিশুদুটির মা কুলসুম বানু ঢাকায় থাকেন জানিয়ে বিরল থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, নিহত দুই শিশুর মা এখনো এসে পৌঁছাননি। তিনি এসে পৌঁছালে মামলা করা হবে।

ওসি জানান, পরিবারের সদস্যদের কাছে তিনি শুনেছেন যে শিশুদের মা ঢাকায় একটি কারখানার শ্রমিক।

ওই স্কুলকক্ষে শুক্রবার সকালে পাওয়া যায় মরদেহদুটি। পাশে পাওয়া যায় বিষের বোতল।

নিহতরা হলো ৭ বছর বয়সী রিমন ও ৩ বছর বয়সী ইমরান। তাদের বাড়ি শংকরপুরের ঘোড়ানীর গ্রামে।

স্থানীয় এক ব্যক্তি সকালে বলেন, দুই সন্তানকে বাবা বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ খাইছে। তবে তার বাবা কোথায় আছেন তা কেউ বলতে পারছে না।

নিহত দুই শিশুর দাদী উম্মে কুলসুম সকালে বলেছিলেন, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে দুই শিশু নিখোঁজ ছিল। আমরা রাত থেকেই দুই বাচ্চাকে খোঁজাখুঁজি করি, কিন্তু তাদের কোনো সন্ধান পাই না। আজ সকালে আমার ছেলে শরিফুল আমাদের ফোন করে বলে স্কুলে আমার দুই নাতির লাশ পড়ে আছে। পরে আমরা স্কুলে আসলে নাতিদের লাশ কোথাও পাই না। খোঁজাখুঁজির একপর্যায়ে একটা ভাঙা রুমে আমার নাতিদের লাশ পাই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ