চাঁপাইনবাবগঞ্জে ১৫ সহ বিএনপির ১৭ নেতাকর্মী আটক

আরো পড়ুন

রাজশাহীর সমাবেশকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধারসহ বিএনপির ১৭ জন নেতাকর্মীকে আটক করেছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজশাহীর সমাবেশকে ঘিরে নাশকতার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল মজুদ করছে বিএনপি নেতাকর্মীরা। তাদের উদ্দেশ্য রয়েছে সমাবেশের আগে বা পরে নাশকতা সৃষ্টি করা।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং বিক্ষোভ মিছিল বের করার সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। পরে উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠানের বাতেন খাঁর মোড়ে ব্যক্তিগত অফিসে তল্লাশি চালিয়ে ৮টি তাজা ককটেল উদ্ধারসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আতিক হাসান মুক্তা ও বিএনপি কর্মী আনারুল ইসলামকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিসের রান্নাঘর থেকে আটটি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার রানীহাটি এলাকায় নাশকতার উদ্দেশ্যে বৈঠক করার সময় সাতটি ককটেলসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ