৩০ নভেম্বর যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু

আরো পড়ুন

যশোর-কক্সবাজার রুটে আগামী ৩০ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভোএয়ার। একইসঙ্গে কক্সবাজারে তিন রাত হোটেলে বিনামূল্যে থাকার প্যাকেজ ঘোষণা করেছে সংস্থাটি। এই আকাশপথে একবার ভ্রমণে খরচ পড়বে ৫ হাজার ৯শ টাকা।

বুধবার (২৩ নভেম্বর) নভোএয়ার কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর থেকে প্রতি বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। আর কক্সবাজার থেকে প্রতি শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে সরাসরি ফ্লাইটি যশোরে পৌঁছাবে বেলা ১১টায়। এই আকাশপথে একবার ভ্রমণে (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯শ টাকা নির্ধারণ করা হয়েছে।

নভোএয়ার জানিয়েছে, এই এয়ারলাইনসের ভ্রমণপিপাসুরা কক্সবাজারে তিন রাত হোটেলে বিনামূল্যে থাকতে পারবে। এ জন্য ছয়টি হোটেলের সঙ্গে সংস্থাটি চু্ক্তি করেছে। এ অফার উপভোগ করতে দুইজনের যশোর থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে।

হোটেলগুলো হলো, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ