যশোরে ৮ কোটি ৩৫ লাখ টাকার সোনার বার জব্দ

আরো পড়ুন

যশোরের শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকার মরিচ খেতের মাটির নিচ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত সোনার দাম ৮ কোটি ৩৫ লাখ টাকা।

শনিবার (১৯ নভেম্বর) রাতে এসব সোনা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নিলে দুই ব্যক্তিকে মরিচ খেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়।

এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে গতিরোধ করতে বলা হলে তারা কৌশলে পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে মরিচ খেতের মধ্যে মাটির নিচ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ