ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আরো পড়ুন

স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান অঞ্চল থেকে সকাল ১০টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে বলে শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক প্রস্তুতির ওপর দক্ষিণ কোরিয়া নজরদারি বাড়িয়েছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি পূর্ব দিকের সাগরে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত আট দিনের মধ্যে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া এর আগে বলেছিল তাদের বেশ কয়েকটি পরীক্ষা ছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার ছল। সূত্র: এপি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ