গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ৪

আরো পড়ুন

গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে হৃদয় হাসান আলিফ (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ৪ জনকে গ্রেফতারসহ নিহতের ২ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ।

সোমবার রাত নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ পার্শ্ববর্তী জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো: আমানউল্লাহ ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী নিহত আলিফের বন্ধুরা জানান, তাদের গ্রামের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার নরুন হাই স্কুল মাঠে ৪ দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন হচ্ছিল। তারা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে ওই এলাকায় যায়। সেখানে গিয়ে আলিফের সাথে দেখা হয়। তারা তখন একত্রে রাত ৯টার দিকে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় তাদের বয়সী কয়েকজন ছেলে এসে আলিফকে একটু সামনে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গণ্ডগোলের শব্দ শুনে তারা এগিয়ে যায় এবং সেখানে গিয়ে আলিফকে কাত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ