অপহরণ নয়, জঙ্গি সংশ্লিষ্টতায় পুলিশ হেফাজতে ডা. কাউসার

আরো পড়ুন

কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে- পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বরাতে এমনটাই জানিয়েছেন মেডিকেল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান।

রবিবার রাত সোয়া ১১টার দিকে নৌশাদ খান জানান, মির্জা কাউসার ডিবি হেফাজতে আছেন। বর্তমানে ঢাকার ডিবি অফিসে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশিদ গত রাত ১০টার দিকে ফোনে বিষয়টি তাকে জানিয়েছেন। ডা. কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলে জানান নৌশাদ খান।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে কাউসারকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক এবং জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ