টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

আরো পড়ুন

আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান।

দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে।

এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যান বাবররা। নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে ফিরেন। জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরে যাওয়ার পর খাদের কিনারায় চলে আসে পাকিস্তান। সেখান থেকে পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি। টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মেলবোর্নে নামবে।

পাকিস্তান (সম্ভাব্য একাদশ) : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ