যশোর-বেনাপোল মহাসড়কে বালুবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কাশেম (৫৫)।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলার ঝিকরগাছা হাসপাতাল মোড়ে বাজারে এ দুর্ঘটনা ঘটে। আবুল কাশেম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল বারিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কাশেম নিজ দোকানের মালামাল কেনার জন্য ঝিকরগাছা বাজারে আসছিলেন। এই সময় নাভারণগামী বালুবোঝাই ট্রাক ঝিকরগাছা হাসপাতাল মোড়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আবুল কাশেম (৫৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

