ঝিনাইদহে শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে শৈলকুপার দুধসর চাঁদপুরে এবং ৭টার দিকে হরিণাকুণ্ডুর মথুরাপুর এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, যশোরের পুলের হাট এলাকার তাপসীডাঙ্গা গ্রামের ৪০ বছর বয়সী মাহামুদুল হাসান জামাল এবং হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের ২৫ বছর বয়সী বাপ্পী শেখ।
স্থানীয়রা জানান, জামাল জমি চাষের জন্য ট্রাক্টর কিনে ট্রাকে করে জামালপুর থেকে যশোর ফিরছিলেন। সকাল ৬টার দিকে দুধসর চাঁদপুরে একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়।
এরপর সকাল ৭টার দিকে মথুরাপুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। বাপ্পী নামের এক যুবক নসিমনে ইটভাটায় যাচ্ছিলেন। মথুরাপুর এলাকায় তার নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা বাপ্পীকে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

