যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরাকানসাস অঙ্গরাজ্যের প্রথম মহিলা গভর্নর হয়ে রেকর্ড গড়েছেন রিপাবলিকান প্রার্থী ৪০ বছর বয়সী সারাহ হুকাবে স্যান্ডার্স। একসময় হোয়াইট হাউজের প্রেসসচিবের দায়িত্বে ছিলেন তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত হোয়াইট হাউসের প্রেসসচিব ছিলেন সারাহ।
সারাহ আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবের মেয়ে। মাইক হুকাব ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত মাইক অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন।
জাগো/আরএইচএম

