একদিনে করোনায় ৩৪৪ জনের মৃত্যু, শনাক্ত ১ লাখ ৭৭ হাজার

আরো পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ৯৯৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫ হাজার ৬৯১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৯৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৪০৯ জন।

সোমবার (৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৬৬ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন ৪৬ জন।

অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায় ৬২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৬ জন, দক্ষিণ কোরিয়ায় ১৮ জন, তাইওয়ানে ৪৭ জন, ফিলিপাইনে ৩৪ জন এবং ইনদোনেশিয়ায় ২২ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ