লক্ষ্মীপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম

আরো পড়ুন

লক্ষ্মীপুরে অটোরিকশা থামিয়ে তামিম ইকবাল নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। জুনিয়র-সিনিয়র দ্বন্ধে পূর্বপরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতের স্বজনরা।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার টুমচর শিমুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত তামিম টুমচর আসাদ একাডেমি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও আহতদের স্বজনরা জানায়, কলেজ ছুটি শেষে বিকেলে তামিম অটোযোগে বাসায় ফিরছিল। শিমুলতলা এলাকায় পৌঁছালে অটোরিক্সাটি থামিয়ে জোবায়ের, হৃদয়সহ ২০/২৫ জনের কিশোর গ্যাং সদস্যরা হামলা চালায়। এসময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। সেই ছাত্রের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। স্বজনদের দাবি, জোবায়েরকে বড় ভাই না মানায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হামলা চালায় তারা। এনিয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, অভিযোগটি এখনো হাতে পাই নাই। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ