রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৯ জনের কারাদণ্ড

আরো পড়ুন

রাজশাহীতে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পৃথক ৯টি মামলার আটটিতে ৯ জনের সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা গণমাধ্যমকে বলেন, ২০১৮ সাল থেকে ২০২১ করোনাকালীন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন থানায় মামলা হয়। সব সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার ওইসব মামলার মধ্যে থেকে ৯টি মামলার রায় রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ঘোষণা করা হয়। এর মধ্যে একটি মামলায় আসামিরা খালাস পেয়েছেন। অন্য আট মামলায় ১০ জন আসামির মধ্যে ৯ জনের সাত বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

এছাড়া একজনকে খালাস দেন আদালত। সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন পলাতক রয়েছেন।

পিপি ইসমত আরা আরো বলেন, সাজাপ্রাপ্ত আসামিরা শিক্ষিত তরুণ। তারা মেধাকে সুপথে ব্যবহার না করে প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য কাজে ব্যবহার করেছেন। এতে করে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই রায়ের মধ্য দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করল।

তিনি আরো জানান, রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল আদালত প্রতিষ্ঠার পর প্রথম একসাথে এতগুলো মামলার রায় ঘোষণা করা হলো। এর আগে গত বছরের মার্চে বিভাগীয় শহরগুলোতে সাইবার ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। ওই বছরের ১৪ সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তি অপরাধ আইনে প্রথম রায় ঘোষণা করেন বিচারক জিয়াউর রহমান।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ