৬১৭ মন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২৪ হাজার ৭০০ কেজি (৬১৭ মন) ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় দুই গুড় ব্যবসায়ীকে ৪৩ ধারায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রবিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার খিতির মালঞ্চী ও বেগুনিয়া পাকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, সোমবার রাতে উপজেলার খিতির মালঞ্চী এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এক অভিযান পরিচালনা করেন। এসময় মিজানুর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মিজানুরকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়া করণের অপরাধে ৩০ হাজার টাকা এবং একই ধারায় উপজেলার বেগুনিয়া পাকা এলাকায় হোসনেয়ারা গুড় ভান্ডারের স্বত্বাধিকারী হোসনেয়ারাকে ১ লাখ টাকাসহ মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ২৪ হাজার ৭০০ কেজি ভেজাল গুড়, ৬ হাজার ৫০০ কেজি ভেজাল চিনির সিরাপ, ৫ কেজি চুন এবং ৩ কেজি ফিটকিরি জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও দ্রব্যগুলো ধ্বংস করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ