হাডুডু জাতীয় খেলা হলেও নিয়মিত আয়োজন না হওয়ায় ঐতিহ্য হারাতে বসেছে খেলাটি। গ্রাম-গঞ্জের অতিজনপ্রিয় খেলাটি এখন প্রায় বিলুপ্তিরই পথে। দু-এক জায়গায় আয়োজন হলে ঢল নামে মানুষের। এমনই এক আয়োজন হয়েছিল যশোর শহরের টাউন ক্লাব মাঠে। হাজারো মানুষের সমাগমে শেষ হলো দুটি দলের জনপ্রিয় এ হাডুডু খেলা। খেলায় অংশ নেয় যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলা দল। যশোর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর যদুনাথ মজুমদারের স্বরণ উৎসবকে ঘিরে এ খেলার আয়োজন করে সংগঠনটি।
চারদিকে হাজারো মানুষের সমাগম, আর মাঝখানে নিজেদের শারীরিক করসত দেখাচ্ছেন দেশের ঐতিহ্যবাহী হাডুডু খেলার পেশাদার খেলোয়াড়রা। মুহুমুহু তালিতে দর্শকরা উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দের। গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় জাতীয় খেলা হাডুডুর যে কদর কমে যায়নি তা যশোর টাউন ক্লাব মাঠে মানুষের সেই ঢলই প্রমাণ দিয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন দর্শনার্থীরা।
সামসুল হক নামের এক দর্শক বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া হাডুডু খেলা পুনরায় জাগিয়ে তুলতে প্রতিনিয়ত এর আয়োজন করা উচিত। আমরা আগের কালে এ খেলা জাতীয় পর্যায়েও দেখেছি। কিন্তু বর্তমান সময়ে ঘরে ঘরে কম্পিউটার মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এ খেলাগুলো হারিয়ে যাচ্ছে।
জিসান নামে চতুর্থ শ্রেনীর ছাত্র বলে, আমরা বইয়ে পড়েছি এ খেলাটির সম্পর্কে। কিন্তু আজ বাস্তবে দেখে খুব ভালো লাগলো। প্রতিনিয়ত এ খেলার আয়োজন করা হোক এটিই আমরা চাই।
খেলোয়াড়রা জানান, জনপ্রিয়তার কারণেএই হাডুডু খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু কালের আবর্তে এখন আর নিয়মিত আয়োজন হয়না খেলাটির। যার কারনে বর্তমান প্রজন্মে কাছে এই খেলাটি অনেকটা অচেনা। এখনও যারা এই খেলা ধরে রেখেছেন তাদের মুখে যেন আক্ষেপের শেষ নেই।
সদর উপজেলা দলের খেলোয়াড় খাইরুল ইসলাম বলেন, এই হাডুডু খেলাটি আমাদের দলের ১৫ জন আমরা পেশা হিসেবে বেছে নিয়েছি। কালে কালে এ খেলায় হারিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় এ হাডুডু খেলার আয়োজন করা হয়। তবে এটি সরকারি পৃষ্ঠপোষকতায় বৃহৎ আকারে প্রতিবছর আয়োজন করা যায় তাহলে এ খেলাটি পুনরায় জনগনের মাঝে ফিরে আসবে।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে যশোর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর যদুনাথ মজুমদারের স্বরণ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়। বর্তমান প্রজন্মের কাছে হাডুডু খেলাকে পরিচিত করা, ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন ছিল।
যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, যশোর ইন্সটিটিউটের প্রাণ পুরুষ রায়বাহাদুর যদুনাথ মজুমদারের স্বরণ উৎসবকে ঘিরে আমরা হারিয়ে যাওয়া গ্রামীন এতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করেছি। এ আয়োজনের মধ্যে সকল প্রাচীন খেলাধুলা ছিলো। আমরা চেষ্টা করবো প্রতিবছর এমন খেলাধুলার আয়োজন করার।
আগামী দিনে সরকারী পৃষ্টপোষকতায় শহর ও গ্রামগঞ্জে জাতীয় এই খেলার আয়োজন করে হারানো গৌরব ফিরিয়ে আনার দাবী খেলাপ্রেমী মানুষদের। হাডুডু খেলার এ টূর্নামেন্টে বিজয়ী হয়েছিলো সদর উপজেলা দল।

