ফিলিপাইনে ঘূর্ণিঝড় নালগায়ে’র প্রভাবে বন্যা-ভূমিধস, মৃত্যু ৪৫

আরো পড়ুন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘নালগায়ে’র প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ( ২৯ অক্টোবর) সকালে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকায় স্কুল বন্ধ রয়েছে। বাসচলাচলও বন্ধ। ফেরি সার্ভিস বন্ধ রেখেছে কোস্টগার্ড। মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়ে মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও প্রদেশ সবচেয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর উদ্ধারকর্মীরা বহু মানুষকে কাদার নিচ থেকে টেনে বের করেছে। মিন্দানাওয়ের কোতাবাতো শহরের আশেপাশের এলকায় ভয়াবহ বন্যা দেখা নিয়েছে।

ফিলিপাইনে গত বৃহস্পতিবার ভারি বর্ষণ শুরু হয়। এই সপ্তাহান্তে ঝড় তীব্র আকার ধারণ করতে পারে। বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘নালগায়ে’ ফিলিপাইনের উত্তরের দিকে যাচ্ছে। এর ফলে রাজধানী ম্যানিলায় প্রচুর বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ