হবিগঞ্জে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

আরো পড়ুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১.২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে তিনি মোট ছয় লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে রতন স্টোরকে ৮০ হাজার, জামাল স্টোরকে ৩৫ হাজার, গণেস্বর ভাণ্ডারকে ৩০ হাজার, শ্যামা স্টোরকে ৩৫ হাজার, দয়ামায়া স্টোরকে ৫০ হাজার, কৃষ্ণ চন্দ্র পালকে এক লাখ, ছোট্ট মিয়া স্টোরকে ৩০ হাজার, স্বরূপ ভাণ্ডারকে এক লাখ, হরিলাল স্টোরকে ৪৫ হাজার, কাজল চক্রবর্তীকে ৫০ হাজার ও ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি দল অভিযানে সহযোগিতা করেছে।

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, ৫৫ মাইক্রনের নিচে পলিথিন বাজারজাত করা নিষেধ। কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এ নিষেধাজ্ঞা অমান্য করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ১.২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সেই সঙ্গে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ