সিত্রাংয়ের কবলে মোংলা বন্দরে ট্রলারডুবি, নিখোঁজ ১

আরো পড়ুন

সিত্রাংয়ের কবলে পড়ে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় একটি ফিশিং বোট ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আরো ২১ জেলেকে উদ্ধার করেছে বিদেশি জাহাজ ভেগা ষ্টেন্ডটির নাবিকরা।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. নয়ন (২৮)। তার বাড়ি ভোলা জেলায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, জাহাজে থাকা উদ্ধারকৃত ২১ জেলেদের মঙ্গলবার মোংলায় নিয়ে আসা হবে। সেভাবে পাইলট বোটও প্রস্তুত রাখা হয়েছে।

মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘ভেগা ষ্টেন্ডান্ট’ বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের মো. রিয়াজ রাতে বলেন, ঝড়ের কবলে পড়া উত্তল ঢেউয়ের তোড়ে ফেয়ারওয়েতে ‘এফবি আমরাফুল ইসলাম সাদ’ নামে একটি ফিশিং বোট ডুবে যায়। এ দৃশ্য দেখে ওই বিদেশি জাহাজের নাবিকরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করতে পারলেও নয়ন নামে এক জেলে নি‌খোঁজ থাকে। এসব জেলেদের বাড়ি ভোলা জেলার মনপুরায় বলে জানান রিয়াজ।

সোমবার রাত পর্যন্ত নিখোঁজ জেলে নয়নকে উদ্ধার করা যায়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ